রাত ৮টা ৪৫ মি,৭ সেপ্টেম্বর, বনানী মাঠ, ঢাকা
ইন্টারনেট সপ্তাহে ব্যান্ড নেমেসিস
বেসিস, আইসিটি ডিভিশন এবং গ্রামীণফোন উদ্যোগে আয়োজিত হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ ২০১৫। এই আয়োজন চলবে সপ্তাহজুড়ে, সারা দেশে। আয়োজনের অংশ হিসেবে ৫ ও ৬ সেপ্টেম্বর ঢাকার বনানী ক্লাব মাঠে (রোড-১৮, বনানী) বসেছে ইন্টারনেট মেলা। পাশাপাশি আজ ৭ সেপ্টেম্বর এই মাঠেই এক কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্টে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘নেমেসিস’।
সাতদিন/এমজেড