৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর, কলাকেন্দ্র, ঢাকা
দলীয় চিত্রপ্রদর্শনী: দ্য এননিমাস
৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার কলাকেন্দ্রে (১/১১ ইকবাল রোড, মোহাম্মদপুর) উদ্বোধন করা হয় দলীয় চিত্রপ্রদর্শনী ‘দ্য এননিমাস’। এই প্রদর্শনী চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এই প্রদর্শনীতে ৩৫টি চিত্রকর্ম স্থান পেতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ড্রয়িং, পেইন্টিং, প্রিন্টিং এবং মিশ্র মাধ্যমে আঁকা চিত্র।
এই প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্যে কলাকেন্দ্র দেশের ১০০ জন সক্রিয় চিত্রশিল্পীকে বাছাই করে। এই একশ জনের কাছ থেকে স্বাক্ষর না করা চিত্রকর্ম চাওয়া হয়। এদের মধ্যে ৩৫ জন তাঁদের চিত্রকর্ম পাঠিয়েছেন। স্বাক্ষর বিহীন প্রতিটি চিত্রকর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। কোন চিত্রকর্ম বিক্রি হলে তবেই সেই চিত্রকর্মের শিল্পীর নাম প্রকাশ করা হবে।
সাতদিন/এমজেড