বিকাল ৪টা, ১০ সেপ্টেম্বর, বিস্তার, চট্টগ্রাম

শিল্প সমালোচক মোস্তফা জামানের শিল্প বিষয়ক কর্মশালা


চট্টগ্রামের বিস্তার: চিটাগং আর্ট কমপ্লেক্স-এ ‘আর্ট এপ্রিসিয়েশন ওয়ার্কশপ’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হতে যাওয়া এই কর্মশালা পরিচালনা করবেন বিখ্যা শিল্পসমালোচক মোস্তফা জামান। এই কর্মশালায় অংশগ্রহণ করতে নাম নিবন্ধন করতে হবে। নির্ধারিত নিবন্ধন ফি ৫০০ টাকা। তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ৩০০ টাকায় নিবন্ধন করার সুযোগ পাবেন।

কর্মশালাটি কয়েকটি ভাগে বিভক্ত থাকবে। প্রথম ভাগে বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ‘কন্টেম্পরারি ওয়ার্ল্ড আর্ট প্র্যাকটিস: এন ওভারভিউ’ শিরোনামে কর্মশালা চলবে। এরপর থাকছে বিরতী। এরপর সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত আবার কর্মশালা চলবে। কর্মশালার এই ভাগের নাম ‘আর্ট এপ্রিসিয়েশন এন্ড ক্রিটিসিজম, আর্ট মার্কেটিং এন্ড কিউরেটিং একজিবিশন্স’। রাত ৯টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত প্রশ্নোত্তর পর্ব চলবে।

সাতদিন/এমজেড

১০ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র