সকাল ৯টা, ১০ সেপ্টেম্বর, নর্থ-সাউথ ইউনিভার্সিটি, ঢাকা
ঘটনা তদন্ত ও প্রতিবেদন তৈরির উপর প্রশিক্ষণ
রাজধানীর বসুন্ধরায় অবস্থিত নর্থ-সাউথ ইউনিভার্সিটি’তে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ‘ট্রেইনিং অন ইনসিডেন্ট ইনভেস্টিগেশন এন্ড রিপোর্টিং’ শীর্ষক এই প্রশিক্ষণ কোর্স ঘটনা তদন্ত এবং প্রতিবেদন তৈরি শেখানো হবে। এতে অংশ নিতে http://bit.ly/1LUB5nx অথবা www.ehsplusbangladesh.org এই সাইটে ভিজিট করে নাম নিবন্ধন করে নিতে হবে। নিবন্ধন ফি ৩৫০০ টাকা
এই প্রশিক্ষণের মাধ্যমে ‘নিয়ার মিস ইনসিডেন্ট’ এবং ‘ইনসিডেন্ট’-এর মধ্যে পার্থক্য করতে শিখবেন প্রশিক্ষণার্থীরা। ‘রুট কজ’, ‘ডিরেক্ট কজ’, ‘ইন্ডিরেক্ট কজ’ ইত্যাদি টার্মের সাথে পরিচিত করানো হবে এই প্রশিক্ষণে। ব্যবস্থাপক এবং চাকরীজীবীদের মধ্যে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ঘটনার কারণ সম্পর্কে জানার প্রক্রিয়া আয়ত্ব করতে এই প্রশিক্ষণ সহায়তা করবে। এ ছাড়াও এই প্রশিক্ষণে থাকছে আরও বিভিন্ন ধরনের শেখার বিষয়।
সাতদিন/এমজেড