দুপুর ১টা ৩০ মি, ৮ সেপ্টেম্বর, ওভারসিস স্টাডি কাউন্সেলিং লিমিটেড, ঢাকা
ইউনিভার্সিটি অফ লিডসের উন্মুক্ত সেমিনার ও ভর্তি
ঢাকার ওভারসিস স্টাডি কাউন্সেলিং লিমিটেড (১৫ বরুণ ভবন, ৩য় তলা, গুলশান-২) বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক এক উন্মুক্ত সেমিনারের আয়োজন করেছে। এই আয়োজনে বিখ্যাত ইউনিভার্সিটি অফ লিডস-এর উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশ অঞ্চলের উপদেষ্টা শিবানী মুখার্জী উপস্থিত থাকছেন। সেমিনারে আলোচনার পাশাপাশি স্পট এডমিশনের সুযোগ থাকছে।
যাঁরা স্পট এডমিশনে আগ্রহী তাঁদেরকে কিছু কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, সকল পরীক্ষার মার্কশিট বা ট্রেবুলেশন শিট এবং আইইএলটিএস-এর সার্টিফিকেট সাথে আনতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে ০১৯১৪২৪৩০৫১ এই নাম্বারে যোগাযোগ করা যাবে অথবা অনলাইনে যোগাযোগ করা যাবে info@osclbd.com এই ই-মেইল ঠিকানায়।
সাতদিন/এমজেড