৭ থেকে ১২ সেপ্টেম্বর, শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়, ঢাকা

মিরপুরে প্রথমার বইমেলা


বেনারসি পল্লি, মিরপুর সেকশন-১০-এ শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় শুরু হয়েছে প্রথমা প্রকাশনীর বইমেলা। আগামী ১২ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে।

মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। এ বছর একুশে বইমেলায় প্রকাশিত প্রথমা প্রকাশনের সব বই পাওয়া যাবে এ মেলায়। এ ছাড়াও নতুন প্রকাশিত কিছু বই এই মেলায় পাওয়া যাবে। শিশু-কিশোরদের জন্য সদ্য প্রকাশিত রকিব হাসানের ছায়াশহর, গোয়েন্দা ‘কিশোর-মুসা-রবিন’ সিরিজের গোলকরহস্য, আনিসুল হকের কিশোর উপন্যাস বাগানবাড়ি রহস্য ও মশিউল আলমের রহস্যোপন্যাস তুমুলের আঙুলরহস্যও মেলায় পাওয়া যাবে ৩০ শতাংশ কমিশনে।

সাতদিন/এমজেড

৮ সেপ্টেম্বর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›