১ থেকে ২৩ সেপ্টেম্বর, চেরাগী পাহাড় মোড়, চট্টগ্রাম
চট্টগ্রামে প্রথমার বইমেলা
চট্টগ্রামের চেগারী পাহাড় মোড়ে (৬৪ জামাল খান রোড) চলছে প্রথমা প্রকাশনীর বইমেলা। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সকলের জন্য খোলা থাকবে। এই মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়ে প্রথমা প্রকাশনীর বই বিক্রি হবে। এ ছাড়া বাংলাদেশী অন্যান্য প্রাকশনীর বই এখানে ২৫ থেকে ৩৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে। মেলায় থাকছে ভারতীয় বইও। ভারতীয় এক রূপীকে ০.৯ থেকে ১.৮ টাকার সমতুল্য ধরে বই বিক্রি করা হবে।
সাতদিন/এমজেড