বিকাল ৩টা, ১০ সেপ্টেম্বর, দ্য আমেরিকান সেন্টার, ঢাকা
প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘দ্য ফার্স্ট গ্রেডার’
ঢাকার আমেরিকান এম্বেসি দ্য আমেরিকান সেন্টারে (প্লট-১, প্রগতী স্মরণী, ব্লক-জে, বারিধারা) এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রদর্শিত হবে জাস্টিন চ্যাডউইক পরিচালিত চলচ্চিত্র ‘দ্য ফার্স্ট গ্রেডার’। কেনিয়ার এক দরিদ্র কৃষ্ণাঙ্গ বৃদ্ধের পড়া-শুনা করার এক অদ্ভুত সংগ্রাম উঠে এসেছে এই চলচ্চিত্রে। এতে অভিনয় করেছেন অলিভার লিটন্ডো, টনি করোজ, স্যাম ফেউয়ার’সহ আরও অনেকে। কিমানি ম্যারুগ নামের এক কেনীয় বৃদ্ধের জীবনের সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয় ২০১০ সালে।
চলচ্চিত্রে দেখা যায়, ৮৪ বছরের এক বৃদ্ধ কেনীয় হঠাৎ রেডিও মারফত জানতে পারে যে সরকার সকলের জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে। এক সময় তাঁর উপজাতীর মানুষের জন্য মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই বৃদ্ধ ঠিক করে, সে লেখা পড়া শিখবে। এভাবেই সে এক স্কুলে গিয়ে হাজির হয়। স্কুলের শিক্ষকেরা তাকে নানা ভাবে অনুৎসাহিত করার চেষ্টা করে। কিন্তু প্রচণ্ড জেদ এবং ইচ্ছা শক্তির বলে সে স্কুলে ভর্তি হয়। এভাবেই শুরু হয় তার এক অদ্ভুত সংগ্রাম।
সাতদিন/এমজেড