সন্ধ্যা ৬টা ৪৫ মি, ৯ সেপ্টেম্বর, এন টিভি
যে গান গৌরবে বহমান এ
আতিক হাসান ও মৌটুসী
উপস্থাপনা: তপন মাহমুদ
পরিকল্পনা ও পরিচালনা: মোহাম্মদ মুজাক্কের
'যে গান গৌরবে বহমান' অনুষ্ঠানে গানের পাশাপাশি থাকবে সঙ্গীতের সকল ধারা নিয়ে আলোচনা। দুজন আমন্ত্রিত শিল্পীর কণ্ঠে পুরনো জনপ্রিয় গানের পাশাপাশি থাকবে এ সময়ের জনপ্রিয় গান। অনুষ্ঠানের এ পর্বের শিল্পী আতিক হাসান ও মৌটুসী। তিরিশ দশক থেকে পুরোনো দিনের গানসহ লোকসঙ্গীতের বিভিন্ন দিক এবং গৌরবমন্ডিত, জনপ্রিয় বাংলা গানের বিভিন্ন দিক তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রতিটি পর্ব ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে সাজানো হয়ে থাকে।
এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘যে গান গৌরবে বহমান’। অনুষ্ঠানটি সাপ্তাহিকভাবে প্রতি বুধবার প্রচার হচ্ছে। মোহাম্মদ মুজাক্কেরের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপন মাহমুদ।