সন্ধ্যা ৬টা, ১২ সেপ্টেম্বর, জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা
প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা
ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হল-এ “ক্যান উই সি দ্যা বেবি বাম্প প্লীজ?”-এর এক প্রামাণ্যচিত্রের প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪৯ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা সুরভী শর্মা। এটি ২০১৩ সালে নির্মিত হয়।
ভারতে বাণিজ্যিক ভাবে গর্ভ ভাড়া দেয়া নারীদের নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র, “ক্যান উই সি দ্যা বেবি বাম্প প্লীজ?”। অর্থের বিনিময়ে গর্ভ ভাড়া দেয়া নারীদের পছন্দ এবং স্বাধীনতার গল্প খুঁজতে গিয়ে প্রামাণ্যচিত্রটি সমাজে চিকিৎসা ব্যাবস্থার অপব্যাবহার নিয়ে প্রশ্ন তুলেছে, প্রশ্ন তুলেছে রাষ্ট্রীয় আইন ব্যাবস্থার অবহেলা এবং গর্ভ ভাড়া দেয়ার নৈতিকতা নিয়ে।
সাতদিন/এমজেড