সন্ধ্যা ৭টা, ১০ সেপ্টেম্বর, যাত্রা বিরতী, ঢাকা
বাউল আরিফ দেওয়ানের সংগীতসন্ধ্যা
ঢাকার যাত্রাবিরতীর (৬০ কামাল আতাতুর্ক এভিন্যু) সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন বিখ্যাত বাউল আরিফ দেওয়ান। গানের মাঝে মাঝে তিনি গল্প আর আড্ডায় মাতিয়ে রাখবেন স্রোতাদের। এই আয়োজনের টিকেটের মূল্য ৫০০ টাকা।
সাতদিন/এমজেড