সন্ধ্যা ৭টা ৩০ মি, ১৭ সেপ্টেম্বর, নাভীদ’স কমেডি ক্লাব, গুলশান, ঢাকা

নাভীদ’স কমেডি ক্লাবের সাপ্তাহিক আয়োজন


ঢাকার গুলশানে অবস্থিত কাস্পিয়ান পারসিয়ান কুইজাইনের ৪র্থ তলায় নাভীদ’স কমেডি ক্লাবে প্রখ্যাত কমেডিয়ান নভীদ মাহবুব এবং আহমদ আশিকের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি কমেডি শো। ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের টিকেটের মূল্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে যা কাস্পিয়ানে পাওয়া যাবে।


উল্লেখ্য, নাভীদ মাহবুব ২০০৭ সালে আমেরিকার অরিজিনাল লাস ভেগাস কমেডি ফেস্টিভালে শ্রেষ্ঠ পুরুষ কমেডিয়ান খেতাব অর্জন করেন। তিনি বাংলাদেশ ছাড়াও আমেরিকা, যুক্তরাজ্য, স্পেন, ভারত, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায়কমেডি শো করেছেন। এনটিভি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্যা নাভীদ মাহবুব শো’ এর উপস্থাপক নাভীদ বাংলাদেশের সর্বপ্রথম কমেডি ক্লাব “নাভীদ’স কমেডি ক্লাব”-এর প্রতিষ্ঠাতা । তিনি বাংলাদেশের প্রায় সকল টেলিভিশন ও রেডিও চ্যানেলে কমেডি শো ও উপস্থাপনা করেছেন।

নাভীদ মাহবুবের সাথে থাকছেন ব্যারিস্টার আহমদ আশিক। তিনি দেশের জনপ্রিয় কমেডিয়ান। ইতোমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে হাসির অনুষ্ঠানে তাঁরা অংশ নিয়েছেন।

সাতদিন/এমজেড

১৭ সেপ্টেম্বর ২০১৫

সাংস্কৃতিক অনুষ্ঠান

 >