সন্ধ্যা ৭টা, ১০ সেপ্টেম্বর, গ্যাটে ইনস্টিটিউট, ঢাকা
জার্মানি ও বাংলাদেশের তিন কবির আড্ডা ও কবিতা পাঠ
বিখ্যাত জার্মান কবি হেন্ড্রিক জ্যাকসন-এর সাথে আড্ডায় অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই কবি শাহনাজ মুন্নী এবং সাজ্জাদ শরীফ। তাঁরা তিন জন ইতোমধ্যে গ্যাটে ইনস্টিটিউট আয়োজিত সপ্তাহব্যাপী কর্মশালায় অংশ নিয়েছেন। এই কর্মশালায় তাঁরা পরস্পরের কবিতা অনুবাদ করেছেন। কর্মশালা-পরবর্তী এই অনুষ্ঠানে তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা উপস্থিত দর্শক-স্রোতাদের জানাবেন।
উল্লেখ্য, গ্যাটে ইনস্টিটিউটের উদ্যোগে জার্মান ভাষার কবিদের সাথে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার কবিদের অভিজ্ঞতার আদান-প্রদান এবং যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে এক প্রকল্প হাতে নিয়েছে। ‘পোয়েটস ট্রান্সলেটিং পোয়েট’ শিরোনামের এই প্রকল্পে বিভিন্ন ভাষার কবিরা একে অপরের কবিতা অনুবাদ করেন এবং এক সাথে কর্মশালায় অংশ নিয়ে থাকেন। সেই প্রকল্পের অংশ হিসেবেই এবারের আয়োজন।
সাতদিন/এমজেড