১১ ও ১২ সেপ্টেম্বর, থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম
নির্মাতা ইয়াসমিন কবিরের পরিচালনায়
তথ্যচিত্র নির্মাণের কর্মশালা
বন্দর নগরী চট্টগ্রামের নন্দন কাননে অবস্থিত থিয়েটার ইনস্টিটিউটে তথ্যচিত্র নির্মাণের এক কর্মশালার আয়োজন করা হয়েছে। চিটাগং ফিল্ম সোসাইটি আয়োজিত এই কর্মশালা পরিচালনা করবেন প্রখ্যাত নির্মাতা ইয়াসমিন কবির। এই কর্মশালায় অংশ নিতে ৩ হাজার টাকা নিবন্ধন ফি-এর মাধ্যমে নাম নিবন্ধন করে নিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১১১১১৩৬০ অথবা ০১৭১৭০২৪৩৩৫ নাম্বারে।
উল্লেখ্য, ইয়াসমিন কবির একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নির্মাতা। ‘মাই মাইগ্র্যান্ট সোল’, ‘অ্যা সার্টেইন লিবারেশন’, ‘দ্য লাস্ট রাইটস’-এর মতো পুরস্কার পাওয়া চলচ্চিত্রের নির্মাতা তিনি।
সাতদিন/এমজেড