১১ থেকে ১৫ সেপ্টেম্বর, জাতীয় জাদুঘর, ঢাকা

প্রজাপতির ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী


১১ সেপ্টেম্বর বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে বাটারফ্লাই বাংলাদেশ নামের একটি পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে এক আলোচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে স্থান পাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের নানান প্রজাতীর প্রজাপতির ছবি। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ জাতীয় জাদুঘরের নেচার হিস্ট্রি মিউজিয়াম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সহযোগী আয়োজক হিসাবে অংশগ্রহন করবে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার 'প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, চ্যানেল আই' এবং www.environmentmove.com।

সাতদিন/এমজেড

১১ সেপ্টেম্বর ২০১৫

প্রদর্শনী

 >  Last ›