২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা, শিল্পকলা একাডেমি, ঢাকা

নাগরিক নাট্য সম্প্রদায়ের

দেওয়ান গাজীর কিসসা


ঢাকায় চলমান গঙ্গা-যমুনা নাট্যোৎসবে দীর্ঘ দিন পর মঞ্চে আসছে নাগরিক নাট্য সম্প্রদায়-এর বিখ্যাত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত জাতীয় নাট্যশালা পরীক্ষণ মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হবে। বের্টোল্ড ব্রেশটের মূল নাটকটির রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর। নাটকের নির্দেশনায় থাকছেন আলী যাকের।

‘দেওয়ান গাজীর কিসসা’য় গাজী চরিত্রে অভিনয় করবেন আলী যাকের। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, সারা যাকের, রুনা খান, মোস্তাফিজ শাহীন, ফারুক আহমেদ, লাবণ্য, শামীমা নাজনীন, ঝুমু মজুমদার, অরণ্য, জিয়াউল হাসান কিসলু, গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন মিরু, পিন্টু, শাওন প্রমুখ।


সাতদিন/এমজেড

২০ সেপ্টেম্বর ২০১৫

নাটক

 >  Last ›