সকাল ৯টা, ১১ সেপ্টেম্বর, টেকশপ বিডি, ঢাকা

রোবট বানানোর কর্মশালা


টেকশপ বিডি (এ.আর.এ ভবন(৩য় তলা), ৩৯-কাজী নজরুল ইসলাম এভিনিউ,কারওয়ান বাজার, ঢাকা) এক অভিনব কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালায় ‘লাইন ফলোইং রোবট’ তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হবে। ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হতে যাওয়া এই কর্মশালায় অংশ নিতে নিবন্ধন ফি এবং অন্যান্য খরচ বাবদ সর্বমোট ৩৪০০ টাকা খরচ হবে। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। বিস্তারিত তথ্যের জন্য ১৮১১ ৪৪৪ ৭৩০ এই নাম্বারে যোগাযোগ করা যাবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সর্বপ্রথম www.techshopbd.com –এ একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার বিস্তারিত নির্দেশনা এখানে দেয়া আছে। http://goo.gl/vMjjbW এই লিংকে ক্লিক করে নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। সফলভাবে অ্যাকাউন্ট ওপেন করার পর Robotic Starter Kit অর্ডার করার কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেইলে একটি ইমেইল ও মোবাইলে একটি SMS যাবে, যেখানে আপনার অর্ডার আইডি দেয়া থাকবে। অর্ডার আইডি-টি সযত্নে রাখতে হবে। রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে। প্রথমে https://goo.gl/WUbdm8 এই লিংকে যেতে হবে (২০ জনের সিট পূরণ হয়ে গেলে এই লিংকটি inactive হয়ে যাবে)।

সাতদিন/এমজেড

১১ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র