১২ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর, বেঙ্গল আর্ট লাউঞ্জ, ঢাকা
রনি আহমেদের একক চিত্রপ্রদর্শনী
গডস এন্ড বিস্টস
১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকার বেঙ্গল আর্ট লাউঞ্জ-এ (৬০ গুলশান এভিন্যু, রোড-১৩১, গুলশান) উদ্বোধন করা হবে রনি আহমেদের একক চিত্রপ্রদর্শনী ‘গডস এন্ড বিস্টস’। প্রদর্শনীটি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
গত কয়েক দশক ধরে বাংলাদেশের শিল্প জগতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হচ্ছে রনি আহমেদ। ২০০৪ সালে তাঁর একক চিত্রপ্রদর্শনী ‘মিথরনিয়া’ সমালোচক ও সমঝদারদের নজর কাড়লে তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর ‘গডস এন্ড বিস্টস’ শীর্ষক প্রদর্শনীতে প্রাচীনকে নতুন রূপে উপস্থাপনের প্রয়াস লক্ষ্য করা যায়। পৌরাণিক চরিত্রগুলোকে এতে একটু ভিন্ন প্রেক্ষাপটে দেখা যাবে। এ ছাড়া শিল্পী উপমহাদেশের বিভিন্ন দার্শনিক মতবাদ—বুদ্ধিজম, হিন্দুইজম, সুফিজমকে গভীরভাবে উপলব্ধির চেষ্টা করেছেন। শত বর্ষের প্রাচীন ঐতিহ্য শিল্পীর তুলিতে আধুনিক সময়ে উপস্থাপিত হয়েছে।
সাতদিন/এমজেড