সন্ধ্যা ৬টা ৩০ মি, ১২ সেপ্টেম্বর, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
সম্পা দাসের একক সংগীতসন্ধ্যা
ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১) এক নজরুল সংগীতের আসর বসছে। এতে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী সম্পা দাস। সম্পা দাস একাধারে শিল্পী, নজরুল গবেষক এবং শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগ হতে মাস্টার্স করার পর পিএইচডি করেন।
সম্পা দাস নজরুলকে নিয়ে গবেষণামূলক বই লিখেছেন। পাশাপাশি তিনি টেলিভিশন এবং রেডিওতে নিয়মিত সংগীত পরিবেশন করে যাচ্ছেন। উইমেন পার্সনালিটি এওয়ার্ড ২০০৮ এবং জাতীয় কবি নজরুল পদক-২০০৯ এর মতো গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করেছেন তিনি।
সাতদিন/এমজেড