আজ শেষ দিন, ইএমকে সেন্টার, ঢাকা
তসলিমা আলমের একক প্রদর্শনী
সেক্রিড হারমনি
ঢাকার ইএমকে সেন্টারে (বাড়ি-৫, মিডাস সেন্টার, রোড-২৭ পুরনো, ধানমণ্ডি) ১২ সেপ্টেম্বর থেকে চলছে শিল্পী তসলিমা আলমের একক চিত্রপ্রদর্শনী। এই প্রদর্শনী শেষ হচ্ছে আজ, ২২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রয়েছে। এই প্রদর্শনীতে ইসলামী শিল্পরীতিতে করা শিল্পীর কাজ স্থান পেয়েছে।
ইসলামী শিল্পকলায় জ্যামিতিক নকশা, হস্তলেখ শিল্প ইত্যাদির বিশেষ স্থান রয়েছে। দেশীয় বিভিন্ন উপাদান ব্যবহার করে শিল্পী ইসলামী শিল্পকলাকে তুলে ধরছেন এই প্রদর্শনীতে। ইসলামী শিল্পকলার সার্বজনীন রূপকে তুলে ধরাও তাঁর একটি লক্ষ্য।
শিল্পী তসলিমা আলম ইসলামী এবং অরিয়েন্টাল শিল্পকর্মের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি ইংল্যান্ডের প্রিন্স’স স্কুল অফ ট্র্যাডিশনাল আর্টস থেকে ‘ভিজুয়্যাল ইসলামিক এন্ড ট্র্যাডিশনাল আর্টস’-এর উপর মাস্টার্স সম্পন্ন করেছেন।
সাতদিন/এমজেড