সকাল ১০টা, ১২ সেপ্টেম্বর, বাংলাদেশ মালয়শিয়া স্টাডি সেন্টার লি., ঢাকা

মালয়েশিয়ায় পড়াশুনার সুযোগ সম্পর্কিত সেমিনার


বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড-এর (বিটিআই সেন্টার প্লাজা, ৯৫ গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা) উদ্যোগে আগামী ১২ সেপ্টেম্বর দিনব্যাপি আয়োজিত হতে যাচ্ছে ‘STUDY IN MALAYSIA, OPEN DAY FOR INFORMATION’ শিরোনামের একটি শিরোনাম। মালয়েশিয়ার শীর্ষ ৩৫ টি পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজের নানান গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে এই সেমিনারে।

পরবর্তী সেশনে ভর্তি হতে আগ্রহীরা সরাসরি এই সেমিনারে অংশ নিতে পারেন। সাথে আনতে হবে সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট (যদি থাকে) ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র। মালয়েশিয়াতে ভর্তি প্রক্রিয়া, টিউশন ফি, স্কলারশিপ, পার্টটাইম কাজের সুযোগসহ সমস্ত দরকারি তথ্য জানা যাবে এখানে।

এতে অংশ নিতে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে http://goo.gl/forms/u52nSKfyQW এই ঠিকানায়। রেজিস্ট্রেশনের জন্য কোনো ফি লাগবেনা। বিস্তারিত জানতে ০১৭৭৭৩৩৩৩০০, ০১৭৭৭৪৪৪৪৬৬, ০১৭৮৭৩৩৩০০০ ও ০১৬৭৭৭৮৮৮৮৫ এই নাম্বারে ফোন করা যাবে।

সাতদিন/এমজেড

১২ সেপ্টেম্বর ২০১৫

সেমিনার