সকাল ৭টা ৩০ মি, ১১ সেপ্টেম্বর, সোনার গাঁও, নারায়নগঞ্জ

পানাম নগরে ফটো ওয়াক


কভারশট ফটোগ্রাফি বাংলাদেশের উদ্যোগে ১১ সেপ্টেম্বর এক ফটো ওয়াকের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে যে কেউ অংশ নিয়ে ফটোগ্রামফির নানান দিক সম্পর্কে জানতে পারবেন। এতে মূলত একদল আলোকচিত্রী এক সাথে নারায়নগঞ্জের সোনার গাঁও’তে অবস্থিত প্রাচীন নগরী পানামে উপস্থিত হবেন। সেখানে দিনব্যাপী ছবি তোলার সাথে সাথে নিজেদের মধ্যে বিভিন্ন অভিজ্ঞতার আদান-প্রদান করবেন। এতে অংশ নিতে গুলিস্তানে মওলানা ভাসানী স্ট্যাডিয়ামের পাশে বাস স্ট্যান্ডে ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ৩০ এর মধ্যে উপস্থিত থাকতে হবে।

অংশগ্রহণে আগ্রহীরা ক্যামেরা, ল্যান্স, ব্যাটারি, ছাতা, ট্রাইপড’সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উস্থিত হবেন। তবে যাদের কাছে ক্যামেরা নেই তারাও এই আয়োজনে দর্শক হিসেবে অংশ নিতে পারেন। অংশগ্রহণের জন্য কোন ধরনের নিবন্ধন ফি’র প্রয়োজন নেই। তবে যাতায়ত এবং খাবারের খরচ নিজেদরকে বহন করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭১৫৫৪৭০৩৭ অথবা ০১৭১১৬৬২৯৭৫ নাম্বারে যোগাযোগ করা যাবে।

সাতদিন/এমজেড

১১ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র