সন্ধ্যা ৭ টা ৪০ মি, ১১ সেপ্টেম্বর, মাছরাঙা টিভি
নাটক: একটি লাল গোলাপ
রচনা: শ্যামল শিশিরের রচনায়
পরিচালনা: মাইদুল রাকিব
অভিনয়: নাঈম, অহনা, সানজিদা তন্ময়
মালয়েশিয়ায় পড়ার পাশাপাশি একটা চাকরি করে রুদ্র। প্রতিদিন অফিসে যাওয়ার পথে একটা মেয়েকে দেখে সে। এক পর্যায়ে রিতু নামের সেই মেয়েটির সাথে তার পরিচয় ও বন্ধুত্ব হয়। শুধ বন্ধুত্ব নয়, রিতুর প্রেমে পড়ে যায় রুদ্র। কিন্তু রিতু তার ভালোবাসা প্রত্যাখ্যান করে। কারণ, সে অচেনা এক ছেলেকে ভালোবাসে যে তাকে প্রতিদিন একটা বক্সে করে ফুল পাঠায়। না চিনলেও ওই ছেলেটিকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবেনা বলে রুদ্রকে জানায় সে। রুদ্র চলে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে পরেরদিন থেকে রিতুর কাছে তার সেই অপরিচিত ভালোবাসার মানুষটি আর ফুল পাঠায় না- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘একটি লাল গোলাপ’।
শ্যামল শিশিরের রচনায় এটি পরিচালনা করেছেন মাইদুল রাকিব। অভিনয় করেছেন নাঈম, অহনা, সানজিদা তন্ময় প্রমুখ।