সন্ধ্যা ৭টা, ১২ সেপ্টেম্বর, জেলা শিল্পকলা একাডেমি, ময়মনসিংহ
সরোদ ও তবলা নিয়ে যন্ত্রসংগীতের আসর
আগামী ১২ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে এক যন্ত্রসংগীতের আসর বসছে। এতে অংশ নিচ্ছেন কলকাতা থেকে আগত সরোদশিল্পী সৃঞ্জয় মুখার্জী। তাঁর সাথে তবলায় সঙ্গত করবেন তবলাশিল্পী মীর নাকিবুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে থাকছে তবলাশিল্পী পণ্ডিত অশোক পালের একক তবলা বাদন।
পণ্ডিত অশোক পাল ভারতের চণ্ডিগড়ের প্রাচীন কলা কেন্দ্র হতে সংগীতে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি বিখ্যাত তবলাশিল্পী পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ-এর কাছে তালিম নিয়েছেন। অপরদিকে ওস্তাদ আমান আলী খাঁ-এর শীষ্য সরোদশিল্পী সৃঞ্জয় মুখার্জী রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে অধ্যয়ন করেছেন। তিনি সেনিয়া ঘরানার একজন প্রতিশ্রুতিশীল শিল্পী। তাঁর সাথে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত অশোক পালের শীষ্য মীর নাকিবুল ইসলাম।
সাতদিন/এমজেড