সন্ধ্যা ৭টা ৩০ মি, ১২ সেপ্টেম্বর, দ্য স্টেজ মিউজিক কাফে এন্ড রেস্ট্যুরেন্ট, ঢাকা
নাভীদ কমেডি ক্লাবের পরিবেশনা
নভীদ কমেডি ক্লাবের মাসিক আয়োজনের অংশ হিসেবে রাজধানীর উত্তরার দ্য স্টেজ মিউজিক কাফে এন্ড রেস্ট্যুরেন্টে (বাড়ি-৩১, সেক্টর-১৩, গরিবে নেওয়াজ এভিন্যু) কমেডি শো অনুষ্ঠিত হবে। এই আয়োজনে স্ট্যান্ড আপ কমেডি পরিবেশন করবেন নাভীদ মাহবুব এবং মোশাররফ ইয়াফি। নাভীদ কমেডি ক্লাব সাধারণত ইংরেজিতে তাদের শো করে থাকলেও এবারের আয়োজনটি হবে বাংলায়। ৩০০ টাকার টিকেটের বিনিময়ে যে কেউ এই আয়োজন উপভোগ করতে পারবেন।
সাতদিন/এমজেড