বিকাল ৫টা, ১২ সেপ্টেম্বর, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট মিলনায়তন, ঢাকা

চলচ্চিত্র বিষয়ক সেমিনার


১২ সেপ্টেম্বর বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট মিলনায়তনে (১৬০ লেকসার্কাস ৫ম তলা, কলাবাগান, ঢাকা) বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট অ্যালামনাই এসোসিয়েশন ফিল্ম ক্লাব ও ফিল্মোসোফিয়া বাংলাদেশের যৌথ আয়োজনে চলচ্চিত্রসংসদ আন্দোলনের ভবিষ্যৎ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারে মূল বক্তৃতা দেবেন বিশিষ্ট চলচ্চিত্র লেখক ও সমালোচক মাহমুদুল হোসেন দুলাল। সেমিনারের বিষয় "বাংলাদেশের চলচ্চিত্রসংসদ আন্দোলন: ভবিষ্যৎ প্রত্যাশা"। সেমিনারে আলোচক হিসেবে থাকছেন মাহবুব জামিল, মসিউদ্দিন শাকের, ইয়াসিন আমিন, প্রফেসর আব্দুস সেলিম এবং বেলায়াত হোসেন মামুন।

বাংলাদেশে চলচ্চিত্রসংসদ আন্দোলন কি প্রাসঙ্গিকতা হারিয়েছে? অন্তত এই প্রযুক্তিময় সময়ে একা ছবি বানানো, বানাতে শেখা এবং দেখার যে সম্ভাবনা তা এরকম ভাবনাকে উস্কে দেয় বটে। আবার ভেবে দেখার সুযোগ আছে হয়তো যে, এই নতুন বাস্তবতায় চলচ্চিত্রসংসদ আন্দোলন নতুন কোনো প্রাসঙ্গিকতা অর্জন করেছে কি না। অতীত নয়, ভবিষ্যতের চলচ্চিত্রসংসদ আন্দোলনই এই সেমিনারের মূল বিষয়।

সাতদিন/এমজেড

১২ সেপ্টেম্বর ২০১৫

সেমিনার