সন্ধ্যা ৬টা, ১১ সেপ্টেম্বর, বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তন, ঢাকা
সুরতীর্থের উচ্চাঙ্গসংগীত সন্ধ্যা
সাংস্কৃতিক সংগঠন সুরতীর্থের উদ্যোগে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে (বাংলা মটর, ঢাকা) এক উচ্চাঙ্গসংগীতের আসর বসছে। আসরের শুরুতে থাকছে সমবেত কন্ঠে রাগ দেশ। এরপর কন্ঠে রাগ ভীমপলাশ্রী পরিবেশন করবেন সুপ্রিয়া সরকার এবং রাগ বাগেশ্রী পরিবেশন করবেন সারদা কর্মকার পূজা। বেহালায় রাগ ভূপালী পরিবেশন করবেন সন্ধ্যা রাণী মণ্ডল। এরপর একে একে রাগ কলাবতী, রাগ মারু বিহাগ, রাগ ইমন, রাগ কৌশিক ধ্বনি পরিবেশন করবেন যথাক্রমে স্মিতা মণ্ডল, মহিদুল ইসলাম, সাইফুর সেলিম এবং মো: নজরুল ইসলাম। সবশেষে রাগ দরবারি পরিবেশন করবেন কন্ঠশিল্পী সুনীল কুমার মণ্ডল। অনুষ্ঠানে তবলায় সঙ্গত করবেন মো: ইমতিয়াজ সুলতান, শ্যামল কর্মকার ও কৃষ্ণপদ মণ্ডল। এ ছাড়া সারেঙ্গীতে থাকছেন মতিয়ার রহমান।
সাতদিন/এমজেড