রাত ৯টা ১৮ সেপ্টেম্বর, মাছরাঙা টিভি
টিভির পর্দায় বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৪
বিদুষী মালবিকা সারুক্কাই-এর পরিবেশনা
প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে উচ্চাঙ্গ সংগীতের অন্যতম বৃহৎ উৎসব ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৪’-এর ধারণকৃত অংশ। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে উপমহাদেশের শতাধিক খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এবারের পর্বে প্রচারিত হবে বিদুষী মালবিকা সারুক্কাই-এর পরিবেশনা।
মাত্র সার বছর বয়স থেকে মালবিকা সারুক্কাইয়ের নৃত্যচর্চার শুরু। গুরু কে. কল্যাণসুন্দরম এবং গুরু রাজারত্নম-এর তত্বাবধানে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। এ ছাড়া তিনি গুরু কালানীধি নারায়ণ-এর কাছে ‘অভিন্ন’ এবং গুরু কেলুচরণ মহাপত্র ও গুরু রমনী রঞ্জন-এর কাছে ওড়িশী শিখেছেন।
শিল্পী মালবিকা তাঁর নৃত্যে প্রাচীন ঐতিহ্যের সাথে আধুনিকতা ও নিজস্ব সৃজনশীলতার সংমিশ্রন ঘটিয়ে দর্শকদের মন কেড়েছেন। তিনি ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে নৃত্য পরিবেশন করে খ্যাতি অর্জন করেছেন।
ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় এই মহান শিল্পীর জীবন ভিত্তিক একটি চলচ্চিত্রও নির্মিত হয়। ‘সমর্পনম’ শীর্ষক চলচ্চিত্রটিতে শিল্পীর জীবন, সংগ্রাম, সাধনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।
সাতদিন/এমজেড