বিকাল ৫টা, ১২ সেপ্টেম্বর, নিউজক্রেড, ঢাকা

ফ্রিল্যান্সিং নিয়ে উন্মুক্ত সেমিনার


হাবঢাকা এবং নিউজক্রেড-এর উদ্যোগে ১২ সেপ্টেম্বর বিকাল ৫টায় দেশের সফল ফ্রিল্যান্সারদের অংশগ্রহণে ‘ফ্রিল্যান্সার্স নাইট’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। ফ্রিল্যান্সিং করছেন বা করতে আগ্রহী যে কেউ এই আয়োজনে অংশ নিতে পারেন। এই আয়োজনে আউট সোর্সিং এবং ফ্রিল্যান্সিং জগতে সাফল্যের জন্য নানান গুরুত্বপূর্ণ পরামর্শন দিবেন সফল ব্যক্তিরা। এতে অংশ নিতে http://bit.ly/dnnfe এই ঠিকানায় ভিজিট করে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য আবেদন করা ব্যক্তিদের মধ্য থেকে বাছাইকৃতদের এসএমএস এবং ইমেইলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে।

এই আয়োজনে পেঅনিয়ার বাংলাদেশের রিফাত আহমেদ ‘হাউ টু সেল ইয়র স্কিল’ শির্ষক বক্তব্য রাখবেন। বিল্যান্সারের প্রতিষ্ঠাতা এবং সিইও মো: শরিফুল আলমের বক্তব্যের বিষয় ‘অনলাইন প্রফেশনালস-অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জ’। সেমিনারে ‘হাউ টু ক্যাচ অ্যা ফিশ’ শীর্ষক বক্তব্য রাখবেন পিএইচপিএক্সপার্টস এন্ড ওয়ারপ্রেসিয়ান গ্রুপের এডমিন রূপক চৌধুরী প্রতীক। দেভস টিমের সিইও তাহের চৌধুরী সুমনের বক্তব্যের বিষয় ‘জার্নি অফ অ্যা কোম্পানি’। ‘আদার সাইড অফ দ্য ফেন্স’ শীর্ষক বক্তব্য রাখতে সেমিনারে উপস্থিত থাকছেন হাবঢাকা’র প্রতিষ্ঠাতা সাজিদ ইসলাম।

সাতদিন/এমজেড

১২ সেপ্টেম্বর ২০১৫

সেমিনার