সকাল ১১টা, ১২ সেপ্টেম্বর, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স
উন্মুক্ত চিত্রাংকন কর্মশালা
রাজধানীর বনানীতে অবস্থিত স্টুডিও লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স-এ (বাড়ি-৯৬ বে’স বেলা ভিস্তা, রোড-১১, ব্লক-সি, বনানী) এক চিত্রাংকন কর্মশালার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের জন্য আয়োজিত এই কর্মশালায় শিখতে আগ্রহী যে কেউ অংশ নিতে পারেন। বিভিন্ন বস্তু গুরুত্বের সাথে অবলোকন এবং তা পেন্সিল, ক্রেয়ন, তুলি, চারকোল ইত্যাদির মাধ্যমে ফুটিয়ে তোলার নানা কৌশল দেখিয়ে দেওয়া হবে এই আয়োজনে।
সাতদিন/এমজেড