১২ ও ১৩ সেপ্টেম্বর, ইএমকে সেন্টার, ঢাকা

দুই দিনের উন্মুক্ত টোয়েফল কর্মশালা


ঢাকার ইএমকে সেন্টারে (বাড়ি-৫, রোড-২৭ পুরাতন, ধানমণ্ডি) এক টোয়েফল কর্মশালার আয়োজন করা হয়েছে। এই আয়োজনে একজন টয়েফল ইনস্ট্রাকটর বিভিন্ন সমস্যার সমাধান দিবেন। কর্মশালার অংশ হিসেবে ধাকছে ক্লাস এবং দলীয় আলোচনা। লেখা, পড়া এবং শোনার দক্ষতা বিষয়ে নানান পরামর্শ দেওয়া হবে এই কর্মশালায়। এই কর্মশালা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কর্মশালা শুরুর ৩০ মিনিট পূর্বে আগ্রহীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সাতদিন/এমজেড

১২ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র