থ্রিলার সিনেমা
বেয়ন্ড দ্য রিচ
পরিচালনা: জাঁ-বাপতিস্তে লিওনেত্তি
অভিনয়: মাইক্যাল ডগলাস, জেরেমি আরভাইন, হান্না ম্যাগান-লরেন্স
এক ধনী ব্যবসায়ী এবং শখের শিকারী জন মাডেক খেয়ালের বশে মোজাভে মরুভূমিতে শিকার-অভিযানের পরিকল্পনা করে। এ কাজে তার সহযোগী হিসেবে তরুণ পেশাদার শিকারী বেন’কে সে ভাড়া করে। মরুভূমিতে এক পর্যায়ে জন মাডেক দুর্ঘটনা বশত এক খনিজ সন্ধানীকে হত্যা করে বসে। বেন ঘটনাটি প্রশাসনকে জানাতে বললে মাডেক এতে রাজী হয় না। উপরন্তু সে বেন-এর বন্দুকটি দিয়ে মৃতদেহে আরেকটি গুলি চালিয়ে বেনকে ফাঁদে ফেলে। বেনকে ঘটনাটি চেপে যেতে বলা হয়। বিনিময়ে তাকে বিশাল অংকের অর্থ সাহায্য দেওয়ার কথা জানায় মাডেক। কিন্তু বেন-এর মতিগতি ভালো না ঠেকায় শেষ পর্যন্ত মাডেক অন্য পথ দেখে। বন্দুক ঠেকিয়ে সে বেনকে সম্পূর্ণ বিবস্ত্র করে মরুভূমিতে ছেড়ে দেয় এবং পুলিশকে জানায় যে বেন পাগল হয়ে এই লোককে খুন করেছে। পানি, খাবার, কাপড়-চোপড় ছাড়া বেন পুলিশের হুলিয়া মাথায় নিয়ে মরুভূমিতে উন্মাদের মতো ঘুরতে থাকে। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ খোঁজে বেন।
প্রদর্শনীর সূচি:
স্টার সিনেপ্লেক্স- সকাল ১১:০০ ও বিকাল ৪:১৫ (হল ১ থেকে ৫)
যোগাযোগ:
স্টার সিনেপ্লেক্স
ফোন নাম্বার: ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com
সাতদিন/এমজেড