রাত ৯ টা, ১৩ সেপ্টেম্বর, এন টিভি

একক নাটক

তাহাদের কথা

রচনা ও পরিচালনা: অভিজিৎ ঘোষ শুভ
অভিনয়: শারমিন জোহা শশী, শাহাদাত, শিরিন আলম

সহজ সরল সাধারন ছেলে অনিকেত লাক্স সুপারস্টার পৃথাকে ভালবেসে ভুল করে বসে। ভালবাসা, প্রেম যেন মরিচিকার মতো লাগে অনিকেতের কাছে। অত্মপরিচয় গোপন করে হয়তো পৃথার সাথে বন্ধুর মতো একটা সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু তা পরিনয় পর্যন্ত গড়াতে পারেনি। কিন্তু প্রেমে ব্যর্থতা, নিজের ভেতর আত্মপ্রত্যয়, দৃঢ়তা ও জীবনের লক্ষ্য ঠিক করে দেয় তাকে। শুরু হয় তার চলচ্চিত্রকার হয়ে উঠার গল্প। নিজের প্রতিজ্ঞা বাস্তবায়নের গল্প। এক সময় অনিকেত জীবনের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি ফিরে পায় পৃথাকেও।’

অভিজিৎ ঘোষ শুভর রচনা ও পরিচালনায় একক নাটক “তাহাদের কথা” দেখবেন আজ রাত ৯ টায় এন টিভিতে। এতে অভিনয় করেছেন শারমিন জোহা শশী, শাহাদাত, শিরিন আলম, বাপ্পাদিত্য প্রমুখ।

১৩ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›