সন্ধ্যা ৬টা ৩০ মি, ১৩ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি, ঢাকা
বাউল শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে
মহাজনের নাও-এর বিশেষ প্রদর্শনী
বাউল শাহ আব্দুল করিমের ৬ষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষ্যে সুবচন নাট্য সংসদ এবং ভাটি বাংলা সাংস্কৃতিক পরিষদের যৌথ উদ্যোগে স্মরণ-অনুষ্ঠান এবং নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়েছে। আয়োজনের অংশ হিসেবে মঞ্চায়িত হবে সুবচন নাট্য সংসদের ৩৩তম প্রযোজনা বাউল শাহ আব্দুল করিমের জীবন ও দর্শন নির্ভর নাটক ‘মহাজনের নাও’। শাকুর মজিদ রচিত নাটকটির নির্দেশনায় থাকছেন সুদীপ চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ এবং ভাটি বাংলা সংস্কৃতি পরিষদের উপদেষ্টা নেসার আলম মুকুল।
নাটকে দেখানো হয়েছে মরমী কবি শাহ আবদুল করিমের জীবনের নানা জটিলতা, সংকট এবং তা থেকে উত্তরণের বিষয়গুলো। নাটকের শুরতে কিশোর আবদুল করিমকে রাখাল বালক হিসেবে দেখা যায়। রাখাল আবদুল করিম গরুর পাল নিয়ে ছুটে বেড়ায় মাঠে, আবার দোতারা হাতে নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে গান বাঁধে। তাঁর গানে ফুটে উঠে ভাটি অঞ্চলের মানুষের কথা, অনাহারী কৃষকের কথা। এক সময় মসজিদের ইমাম বাউল আবদুল করিমকে গান বাজনা করার অপরাধে তাড়িয়ে দিতে চায়। করিম গ্রামে গ্রামে ঘুর গান গাইতে থাকে, এবং অনেকেই তার শিষ্য হতে চায়। এভাবেই আবদুল করিম বাউল হয়ে উঠে। তার সাথে জুটে যায় হিন্দু-মুসলমান বাউলেরা। এই নাটকে উঠে এসেছে মহান কবি ও সাধক শাহ্ আবদুল করিমের জীবনবোধ ও দর্শন।
সাতদিন/এমজেড