রাত ৯টা ১০ মি, ১৩ সেপ্টেম্বর, মাছরাঙা টেলিভিশন
টি উইথ টুটলি’র অতিথি
ফেরদৌসী রহমান
উপস্থাপনা: টুটলি রহমান
প্রযোজনা: রাকিবুল আলম
মাছরাঙা টেলিভিশনের সেলিব্রিটি টক শো ‘টি উইথ টুটলি’-তে এবারের পর্বে অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। প্রাণবন্ত আড্ডায় নিজের পেশাজীবন, সংগীতজীবন, পথচলার নানা অভিজ্ঞতা, মজার ঘটনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন তিনি।
ফেরদৌসী রহমানের গান শেখার শুরু পিতা আব্বাসউদ্দিনের কাছে। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী,কাদের জামেরী, গুল মোহাম্মদ খান ইত্যাদি সঙ্গীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন তিনি। নজরুলসংগীত ও লোকসংগীত গেয়ে খ্যাতি অর্জন করেন এই গুণী শিল্পী। তিনি বর্তমানে নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য।
বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে আলোচনার এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন টুটলি রহমান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাকিবুল আলম। সপ্তাহের প্রতি রবিবার অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়।