সন্ধ্যা ৭টা, ১৬ সেপ্টেম্বর, শিল্পকলা একাডেমি, ঢাকা

আরণ্যক নাট্যদলের নাটক

‘এবং বিদ্যাসগর’-এর ৫০তম মঞ্চায়ন

মান্নান হীরা'র রচনা ও মামুনুর রশীদ'র নির্দেশনায় আরণ্যক নাট্যদলের ৪৬তম প্রযোজনা ‘এবং বিদ্যাসাগর’। নাটকটির ৫০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জীবন ও সে সময়কার সমাজ বাস্তবতা এই নাটকের মূল বিষয়বস্তু। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মান্নান হীরা, আমিনুল হক, মোমেনা চৌধুরী, আরিফ হোসেন আপেল, দীপক সুমন, আমানুল হক হেলাল, ছবি, রুবলী চৌধুরী, আবু হাশিম মাসুদুজ্জামান, শামীমা শওকত লাভলী, মনি পাহাড়ী, সাজ্জাদ সাজু, কামরুল হাসান, অয়ন ঘোষ, মিঠু, সাঈদ সুমন, রুহুল আমিন, দীপা, পার্থ, পূজা, উর্মি, পার্থ, মিশু মিলন, মনির প্রমুখ।

উনবিংশ শতাব্দীর নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তি, বাংলা ভাষা আধুনিকায়নের পথিকৃৎ, বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রবর্তক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর- নিজ প্রচেষ্টায় তৎকালীন গোড়া সমাজবাদীদের বিরুদ্ধে লড়াই করে সমাজে আলো জ্বেলেছেন। সে সময়ে অনেক মহৎ ব্যক্তির জন্ম হয়েছে। এঁদের মধ্যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত অন্যতম। নাটকের মূল চরিত্র এই দুই ব্যক্তি। তবে সে সময়ের সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরতে নাটকে দেখানো হয়েছে আরও কিছু কাল্পনিক ব্যক্তিকে।

নাটকটির আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, আবহ সঙ্গীতে সুজেয় শ্যাম, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, পোশাক পরিকল্পনায় বিবি রাসেল, কোরিওগ্রাফীতে মনি পাহাড়ী ও মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন আমিনুল হক।

সাতদিন/এমজেড

১৬ সেপ্টেম্বর ২০১৫

নাটক

 >  Last ›