দুপুর ১২টা, ১৩ সেপ্টেম্বর, মুঘল কিচেন, ঢাকা
অংশ নিচ্ছেন ক্রিড়াঙ্গন, শোবিজ ও সংগীত জগতের তারকারা
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খেলনা সংগ্রহের উৎসব
সেপ্টেম্বরের ১৩ তারিখে গুলশান ১-এর ডিসিসি ১ মার্কেটের পাশে 'The Mughal Kitchen' এর সামনে ‘টয়েজ আর ইওর্স’ আয়োজন করছে এবছরের খেলনা সংগ্রহের গ্র্যান্ড ফিনালি। এটি মূলত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খেলনা সংগ্রহের উৎসব। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডিসিসি ১ মার্কেটে যে কোনো সময় এসে ‘টয়েজ আর ইওর্স’-কে আগ্রহীরা দিয়ে যাবেন বাসায় পড়ে থাকা নতুন বা পুরানা খেলনা। আর সাথে সেলফি তুলে নেওয়ার সুযোগ থাকছে উপস্থিত ক্রিকেট, সঙ্গীত আর টিভি তারকাদের যে কারো সাথে। এই তারকারা শিশুদের জন্য কিছু করার তাগিদে উপস্থিত থেকবেন উৎসবে।
এই অনুষ্ঠানের উপস্থাপনায় থাকছেন ঊর্মিলা শ্রাবন্তি কর। তারকাদের মধ্যে উপস্থিত থাকছেন ক্রিকেটার নাসির হোসেন, ক্রিকেটার তাসকিন আহমেদ, সংগীতশিল্পী তপু, সংগীতশিল্পী এলিটা করিম, সংগীতশিল্পী জয় শাহরিয়ার, সংগীতশিল্পী অর্ণব, সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ, ব্যান্ড শিরোনামহীন, ডিজে জাদু রহমান, মডেল নাবিলা, মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া, অভিনেতা জায়েদ খান’সহ আরও অনেকে।
সাতদিন/এমজেড