১৫ ও ১৬ সেপ্টেম্বর, এইচবিডি সার্ভিস, ঢাকা

অস্ট্রেলিয়ায় লেখাপড়ার সুযোগ বিষয়ে সেমিনার


ঢাকার এইচবিডি সার্ভিস (৮/২ গাউস নগর, নিউ ইস্কাটন) অস্ট্রেলিয়ায় লেখাপড়া করতে আগ্রহীদের জন্য এক সেমিনারের আয়োজন করেছে। দুদিনের এই সেমিনারে অস্ট্রেলিয়ার নামি-দামি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিবেন। এদের মধ্যে থাকছেন ম্যাকুয়ারি, ইউওডব্লিউ, ক্যানবেরা, টাফে, সাইদার্ন ক্রস, নিউক্যাসল ইউনিভার্সিটির প্রতিনিধিবৃন্দ। অস্ট্রেলিয়ায় ছাত্র-ভিসা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করা যাবে এই সেমিনারে। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

সাতদিন/এমজেড

১৬ সেপ্টেম্বর ২০১৫

সেমিনার