১৫ থেকে ১৭ সেপ্টেম্বর, দ্য আমেরিকান সেন্টার, ঢাকা

তিন দিনের আইয়েল্টস কর্মশালা


রাজধানীর বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস দ্য আমেরিকান সেন্টারে (প্লট-১, প্রগতী স্মরণী) তিন দিনের এক আইয়েল্টস (IELTS) কর্মশালার আয়োজন করা হয়েছে। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমের সংক্ষিপ্ত রূপ আইয়েল্টস (IELTS)। ইংরেজিতে দক্ষতা যাচাই করার জন্য এটি একটি আন্তর্জাতিক মানদণ্ড। কর্মশালায় আইয়েল্টস (IELTS)-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ। এ ছাড়াও থাকছে গুরুত্বপূর্ণ পরামর্শ। এই কর্মশালায় যে কেউ বিনামূল্যে অংশ নিতে পারেন। তবে নাম নিবন্ধন করে নিতে হবে। নাম নিবন্ধন করতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিটের মধ্যে ৮৮০-২-৫৫৬৬-২৮৩৬ অথবা ৫৫৬৬-২৮২০ নাম্বারে যোগাযোগ করতে হবে।

সাতদিন/এমজেড

১৭ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র