১২ থেকে ১৭ সেপ্টেম্বর, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স, ঢাকা
দলীয় চিত্রপ্রদর্শনী
ফর দ্য লাভ অফ দ্য ল্যান্ড
রাজধানীর বনানীতে অবস্থিত স্টুডিও লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স-এ (বে’স বেলা ভিস্তা, বাড়ি-৯৬, রোড-১১, ব্লক-সি) এক দলীয় চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী জীবন সাফরি, শিল্পী নাজমুল হক, শিল্পী সমীর মজুমদার এবং শিল্পী ফালগুনী সামান্তা’র চিত্রকর্ম। তাঁদের চিত্রকর্মের মূল প্রেরণা স্বদেশ ভাবনা। এ দেশের মানুষের জীবনচিত্র ফুটে উঠেছে তাঁদের শিল্পকর্মে।
প্রদর্শনীটি ১২ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
সাতদিন/এমজেড