১৫ থেকে ১৭ সেপ্টেম্বর, ইএমকে সেন্টার, ঢাকা

ইসলামী চিত্রকলা বিষয়ে কর্মশালা

প্যাটার্নস ফ্রম দ্য আলহামব্রা


১৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইএমকে সেন্টারে (বাড়ি-৫, রোড-২৭ পুরনো, মিডাস সেন্টার) ইসলামী চিত্রকলা বিষয়ে তিন দিনের এক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা পরিচালনা করবেন বিশিষ্ট চিত্রশিল্পী তসলিমা আলম। কর্মশালায় ইসলামী চিত্রকলায় ব্যবহৃত জ্যামিতিক নকশা, নকশার নানান প্যাটার্ন এবং পেইন্টিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। অংশগ্রহণকারীরা প্রত্যেকে একটি করে ছবি আঁকবেন যা পরবর্তীতে ইএমকে সেন্টারে আয়োজিত প্রদর্শনীতে স্থান পাবে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা কর্মশালা চলবে। কর্মশালায় অংশ নিতে goo.gl/8bsKZS এই ঠিকানায় ভিজিট করে নাম নিবন্ধন করতে হবে।

উল্লেখ্য, শিল্পী তসলিমা আলম ইসলামী এবং অরিয়েন্টাল শিল্পকর্মের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি ইংল্যান্ডের প্রিন্স’স স্কুল অফ ট্র্যাডিশনাল আর্টস থেকে ‘ভিজুয়্যাল ইসলামিক এন্ড ট্র্যাডিশনাল আর্টস’-এর উপর মাস্টার্স সম্পন্ন করেছেন। ‘সেক্রিড হারমনি’ শিরোনামের তাঁর একটি একক প্রদর্শনী ইএমকে সেন্টারে চলছে।

সাতদিন/এমজেড

১৭ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র