বিকাল ৫টা, ১৫ সেপ্টেম্বর, পাঠশালা সিনেক্লাব, ঢাকা

নির্মাতা মেহেদী হাসানের সাথে আড্ডা চলচ্চিত্র প্রদর্শনী


ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত পাঠশালা’র ক্যাম্পাসে (বাড়ি ৫৮, সড়ক ১৫/এ নতুন) নির্মাতা মেহেদী হাসানের সাথে আড্ডার আয়োজন করা হয়েছে। আয়োজনটি যে কেউ ১০০ টাকার টিকেটের বিনিময়ে উপভোগ করতে পারেন। তবে পাঠশালার সদস্যদের জন্য টিকেট লাগবে না। আসন নিশ্চিত করতে ০১৬৮৭৪৭৪০৯৭ নাম্বারে নাম এবং ইমেইল ঠিকানা পাঠাতে হবে।

১৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় ভেন্যুতে দর্শক নিবন্ধন শুরু হবে। ৫টা ৩০ মিনিটে পরিচয় পর্বের পর সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে। সন্ধ্যা ৭টায় চা পানের বিরতী এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নির্মাতা মেহেদী হাসানের সাথে আলাপ চলবে।

মেহেদী হাসান ছোট ছোট সিনেমা নির্মাণ করেন। তাঁর সিনেমা ''স্কুল শিক্ষিকার আলোকচিত্র'' (Photographs of a School Teacher) নির্বাচিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে। ‍দেখানো হয়েছে শিলিগুড়ি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র উৎসবে এবং আয়ারল্যান্ডের ইন্ডিকর্ক চলচ্চিত্র উৎসবেও। নিজের সিনেমার সিনেমাটোগ্রাফি তিনি নিজেই করেন, সঙ্গে অন্য নির্মাতাদের সঙ্গেও কাজ করেছেন ক্যামেরায়।

সাতদিন/এমজেড

১৫ সেপ্টেম্বর ২০১৫

মুভি

 >  Last ›