সন্ধ্যা ৭টা, ১৫ সেপ্টেম্বর, লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স, ঢাকা

মুক্ত আলোচনা: সেক্স সেলস


রাজধানীর বনানীতে অবস্থিত স্টুডিও লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স-এ (বে’স বেলা ভিস্তা, বাড়ি-৯৬, রোড-১১, ব্লক-সি) ‘সেক্স সেলস: অ্যা ডিসকাশন অন শেইম এন্ড ইরোটিকস’ শিরোনামের এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। স্টুডিও লঙ্গিচ্যুড ল্যাটিচ্যুড সিক্স এবং বয়ান কালেক্টিভ-এর যৌথ উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সূচি করিম এবং পর্সা সানজানা সাজিদ। তাঁরা আলোচনা করবেন লজ্জা ও প্রণোদনা, শরীর ও সীমাবদ্ধতা, বংশবিস্তার ও তার দায় ইত্যাদি যৌনতা সম্পর্কিত বিষয় নিয়ে। আলোচনায় সারা বিশ্বের বিভিন্ন স্থানের বিভিন্ন উদাহরণ টেনে আনা হবে। তবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের উদাহরণই আলোচনায় প্রাধান্য পাবে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

সাতদিন/এমজেড

১৫ সেপ্টেম্বর ২০১৫

সেমিনার