সন্ধ্যা ৬টা ৪৫ মি, ১৪ সেপ্টেম্বর, এন টিভি
ব্যান্ড শো: রক এন রোল
অংশগ্রহণে: সোলস, প্রমিথিউস, ওয়ারফেজ ও শিরোনামহীন
এন টিভিতে প্রচারিত হচ্ছে ব্যান্ডসংগীতের অনুষ্ঠান ‘রক এন রোল’। অনুষ্ঠানটির প্রতি পর্বে দেশের একাধিক জনপ্রিয় ব্যান্ডের গান প্রচারিত হয়। অনুষ্ঠানটির এবারের পর্বে প্রচারিত হবে ব্যান্ড সোলস, প্রমিথিউস, ওয়ারফেজ ও শিরোনামহীন-এর গান।
সাতদিন/এমজেড