রাত ৮টা, ১৪ সেপ্টেম্বর, এবং
বিকাল ৩টা, ১৫ সেপ্টেম্বর, চ্যানেল আই
বিবিসি বাংলাদেশ সংলাপের ১২৯তম পর্ব
শিক্ষাখাতে ভ্যাট প্রসঙ্গে আলোচনা
বিবিসি বাংলাদেশ সংলাপের ১২৯তম পর্বে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি-এর উপর ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন, জ্বালানী তেলের দাম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড: মসিউর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সায়মা হক বিদিশা এবং আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
এ-পর্বে দর্শকদের করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন:
১. বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি-এর উপর ৭.৫ শতাংশ ভ্যাট আরোপকে কি শিক্ষার বাণিজ্যিকীকরণ হিসেবে দেখা যেতে পারে?
২. নতুন ঘোষিত বেতন কাঠামোতে শিক্ষকরা যে বিশেষ সুবিধা দাবী করছেন, তা কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন?
৩. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম হানাহানি বন্ধ করে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য গড়ে তোলার যে আহবান জানিয়েছেন, বাংলাদেশের মত রাজনৈতিকভাবে বিভক্ত একটি দেশের বাস্তবতায় তা কি সম্ভব হবে? এবং
৪. বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম পড়লেও বাংলাদেশে তা না কমাতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা কি সমর্থনযোগ্য?
সাতদিন/এমজেড