সন্ধ্যা ৬টা, ১৯ সেপ্টেম্বর, পাঠশালা সিনেক্লাব, ঢাকা
ব্রাজিলীয় নির্মাতা শিকো ফুরির সাথে আড্ডা
ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত পাঠশালা’র ক্যাম্পাসে (বাড়ি ৫৮, সড়ক ১৫/এ নতুন) ব্রাজিলীয় নির্মাতা শিকো ফুরির সাথে আড্ডা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কোন ধরনের নিবন্ধন ফি ছাড়াই আয়োজনটি যে কেউ উপভোগ করতে পারেন। তবে অনলাইনে নাম নিবন্ধন করতে হবে। অনলাইনে নাম নিবন্ধন করতে http://goo.gl/forms/XrVZetTW7T এই ঠিকানায় ভিজিট করতে হবে।
সকালে অনুষ্ঠানের প্রথমভাগে চলচ্চিত্র প্রদর্শনীর পর অনুষ্ঠানের ২য় সেশনের জন্য ভেন্যুতে দর্শক নিবন্ধন শুরু হবে সন্ধ্যা ৬টায়। এই সেশনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হবে ব্রাজিলীয় নির্মাতা শিকো ফুরির সাথে আড্ডা। প্রথমে তিনি ‘হোয়াট মেকস অ্যা বেটার ক্র্যু’ শিরোনামে বক্তব্য প্রদান করবেন। এরপর থাকছে চা-এর বিরতী। চা বিরতীর বাছাইকৃত কিছু টিভিসি প্রচারিত হবে। টিভিসি এবং চলচ্চিত্রের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হবে এরপর। অনুষ্ঠানের পরবর্তী অংশে নির্মাতা চিকো ফৌরি দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন।
উল্লেখ্য, শিকো ফুরি ১২ বছর কাজ করেছেন ব্রাজিলের বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতে। তারপর সিনেমাটোগ্রাফিতে দীক্ষা নিতে পাড়ি জমান ক্যানাডায়। ক্যারিয়ারের শুরুটা প্রডাকশন অ্যাসিসট্যান্ট হিসেবে। এছাড়াও তিনি শতাধিক প্রডাকশনে দায়িত্ব পালন করেছেন প্রডাকশন ম্যানেজার, ক্যামেরা অপারেটর, সহকারী সিনেমাটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার ও প্রযোজক হিসেবে।
সাতদিন/এমজেড