১৮ সেপ্টেম্বর সকাল ১০টা, শিল্পকলা একাডেমি, ঢাকা
দিনব্যাপি মঞ্চ আয়োজন নিয়ে
রঙ্গমাতন সোলায়মান মেলা
আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার, চতুর্থ বারের মতো আয়োজিত হচ্ছে রঙ্গমাতন সোলায়মান মেলা। এবারের আয়োজক নাটকের দল ‘প্রাচ্যনাট’। এবারের মেলায় আরণ্যক নাট্যদল, থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায়, উদীচী, বটতলা, তীরন্দাজ, বাতিঘর ও প্রাচ্যনাট এই ৮টি নাট্যদল তাদের নিজস্ব আয়োজন নিয়ে থাকছে। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করা হবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে অংশগ্রহণকারী ৮ নাট্যদল তাদের নিজস্ব আয়োজন পরিবেশন করবে। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে ‘চোখ বুজে থাকুন: বাইরে প্রলয় ঘটছে’ শিরোনামের উন্মুক্ত আলোচনা। মূল আলোচক হিসেবে থাকছেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ। সন্ধ্যা ৭টায় এস এম সোলায়মান নির্দেশিত নাটক ‘কোর্ট মার্শাল’ মঞ্চায়িত হবে। রাত ৯টায় সবার অংশগ্রহণে ‘অগ্নিচক্র-নৃত্য’ দিয়ে মেলার ইতি টানা হবে।
বাংলাদেশের থিয়েটার আন্দোলনের ক্ষ্যাপাটে নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মানের স্মরণে এই মেলার আয়োজন হচ্ছে। ২০০৭ সালে প্রথমবারের মতো নাটকের পত্রিকা থিয়েটারওয়ালা আয়োজন করেছিলো ‘রঙ্গমাতন সোলায়মান মেলা ২০০৭’। এর পর ২০০৮ সালে থিয়েটারওয়ালা করেছিলো দ্বিতীয় আয়োজন এবং ২০১৩ সালে নাটকের দল ‘থিয়েটার আর্ট ইউনিট’ করেছিলো ৩য় আয়োজন।
সাতদিন/এমজেড