ঈদের দিন, দুপুর ১২ টা ১০ মি, মাছরাঙা টিভি

নিশো-অপর্ণার ‘ব্রেকআপ স্টোরি’

রচনা ও পরিচালনা : মাবরুর রশীদ বান্নাহ


নিশো এবং অপর্ণার বন্ধুত্ব অনেক দিনের। অপর্ণাকে খুব ভালোবাসে নিশো। কথাটা প্রতিদিনই অপর্ণাকে বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না। একসময় তাদের প্রেম হয়ে যায়। সম্পর্কের তিন বছর পরেও অপর্ণার প্রতিদিনের প্রতিটি বিষয় খেয়াল রাখে নিশো। কিন্তু এক পর্যায়ে অপর্ণার কাছে এই ভালোবাসা বিরক্তিকর মনে হয়। ক্রমশ নিশোকে তার অসহ্য লাগে। তার কাছ থেকে নিশোকে চলে যেতে বাধ্য করে সে। কিছুদিন পরেই অপর্ণা বুঝতে পারে, তার চারপাশটা শুন্য লাগছে। ভালোবাসার কাছে আবার ফিরে যায় সে

মাবরুর রশীদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও অপর্ণা। ঈদের দিন দুপুর ১২ টা ১০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।

 

২৫ সেপ্টেম্বর ২০১৫

টেলিভিশন

 >  Last ›