১৯ সেপ্টেম্বর দুপুর ১২টা, মেন্টর’স ইউএসএ স্টুডেন্ট এডমিশন সেন্টার, ঢাকা
সাউথ-ইস্ট মিশৌরি স্টেট ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ
সাউথ-ইস্ট মিশৌরি স্টেট ইউনিভার্সিটির প্রতিনিধি জহির আহমেদের উপস্থিতিতে ছাত্র ভর্তির উদ্দেশ্যে স্পট এসেসমেন্ট-এর আয়োজন করেছে ‘মেন্টরস ইউএসএ স্টুডেন্ট এডমিশন সেন্টার’। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিস অফ সাউথ-ইস্ট মিশৌরি স্টেট ইউনিভার্সিটি-এর নির্বাহী পরিচালক জহির আহমেদ সম্ভাবনাময় শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করবেন। মেন্টরস ইউএসএ স্টুডেন্ট এডমিশন সেন্টার-এর ঢাকার কলাবাগান কার্যালয়ে (১৬৬/১, মিরপুর রোড, কলাবাগান, ঢাকা) এই স্পট এসেসমেন্ট অনুষ্ঠিত হবে। আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরফর্দ সঙ্গে আনতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৭১৩২৪৩৪২০ অথবা ০১৭১৩২৪৩৪১০ নাম্বারে যোগাযোগ করা যাবে। www.semo.edu এই ওয়েব ঠিকানায় ভিজিট করেও বিস্তারিত তথ্য জানা যাবে।
সাতদিন/এমজেড