১৮ ও ১৯ সেপ্টেম্বর, জেনেটিক পয়েন্ট, ঢাকা

শিশুদের জন্য শিল্প, সংগীত ও খেলাধুলার কর্মশালা


বাকেট ইঞ্জিনিয়ার ও কাকতালীয় নামের দুটি সংগঠনের যৌথ উদ্যোগে ‘স্টোরিগামি’ শীর্ষক শিশুদের জন্য এক কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালাটি অনুষ্ঠিত হবে রাজধানীর বনানীতে অবস্থিত মোর-এ (জেনেটিক পয়েন্ট ১১, ৯ম তলা, এইচ ২৫, রোড ১১)। দুই দিনের এই কর্মশালার প্রথম দিন অংশ নিতে পারবে ৬ থেকে ৯ বছর বয়সী শিশুরা এবং দ্বিতীয় দিন অংশ নিতে পারবে ১০ থেকে ১২ বছর বয়সী শিশুরা। কর্মশালায় থাকছে শিল্প ও সংগীত বিষয়ক কর্মকাণ্ড এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন। এই কর্মশালা মূলত অভিভাবকদের তাদের সন্তানদের বুঝতে সাহায্য করবে। এতে অংশ নিতে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পূর্বে নিবন্ধন ফি জমা দানের বিষয়ে জানতে যোগাযোগ করতে হবে ০১৭১৫১৯৯৫২৬ অথবা ০১৭১৯১৭৫৮৫৬ নাম্বারে।

সাতদিন/এমজেড

১৮ সেপ্টেম্বর ২০১৫

কর্মশালা ও পাঠচক্র